Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন: মেজর হাফিজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম

শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন মোদির দেশ ভারত তাকে সাহায্য করবে এবং আবার বাংলাদেশের সিংহাসনে বসবে। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে আসন গেড়ে পরিকল্পনায় ব্যস্ত- কিভাবে বাংলাদেশকে দুর্বল করা যায়, কিভাবে এসে মানুষকে আরও কষ্ট দেওয়া যায়; কিন্তু আল্লাহর গজব এদের ওপর পড়েছে। এরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে- এমন কোনো সম্ভাবনাই আমরা দেখছি না।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় ভার্চুয়ালি বক্তব্যে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। জাতির জীবনের প্রত্যেকটি অঙ্গনে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে। হত্যা, গুম, মিথ্যা মামলা ও সন্ত্রাস কায়েম করে এ দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিএনপি সংগ্রাম চালিয়ে নাগরিকদের সচেতন করেছে।

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের সব ক্রান্তিকালে ও দেশ গড়ার কাজে যুবদলের ভূমিকা প্রশংসনীয়। প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। নির্বাচন দিতে বর্তমান উপদেষ্টা সরকার এখনো আগ্রহী নয়। তবুও আমরা জনগণের সহায়তা নিয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করব; যাতে অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে পারে। জনগণের ম্যান্ডেট ছাড়া তারা রাষ্ট্র সংস্কার করতে পারবে না।

উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোসলেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. জাকির হোসেন ইমরান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হাওলাদার। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী নাফিজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম