প্রতিবিপ্লবের ষড়যন্ত্র অব্যাহত আছে: জামায়াত নেতা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:০৪ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানে কাঙিক্ষত বিজয় অর্জিত হলেও এখনও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত জামায়াতে ইসলামীর এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডে খুনিদের বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, ‘এ অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অভিযান হওয়া উচিত সংস্কারের মাধ্যমে আওয়ামী সরকারের জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। ৫ আগস্ট ছাত্র-জনতার প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত বিজয় আসেনি। এখনও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চলছে।’
হামিদুর রহমান আযাদ বলেন, গণতন্ত্রের ছদ্মাবরণে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ লোকদেখানো নির্বাচন করে জাতির ঘাড়ের ওপর চেপে বসেছিল। গণতন্ত্রের ছদ্মাবরণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। গত ১৫ বছরে বিএনপি-জামায়াতসহ বিরোধী মতকে নিশ্চিত করতে চেয়েছিল। আলেম-ওমালাদের ধরে ধরে প্রহসনের বিচারিক প্রক্রিয়ায় হত্যা করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গণতন্ত্র হত্যা করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. কেরামত আলী। আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, নায়েবে আমির আবু ইউসুফ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহায়মিন, রাজশাহী মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স ও রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন সরকার।