Logo
Logo
×

রাজনীতি

হাসিনা দিল্লির পার্কে ঘুরে বেড়ায়, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে: ফারুক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম

হাসিনা দিল্লির পার্কে ঘুরে বেড়ায়, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে: ফারুক

ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

তিনি বলেন, ‘দিল্লির পার্কে ঘুরে বেড়ায় বিশেষ সিকিউরিটি নিয়ে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশে ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করেছিলো, যিনি অনেক বিরোধী নেতা-কর্মীদের গুম করেছিলো, খুন করেছিলো,  সেই শেখ হাসিনা বিশেষ সিকিউরিটি নিয়ে দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান। ভারত সরকার যারা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে অহংকার করে কথা বলেন সেই দেশের রাজধানী দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান তিনি।

শুক্রবার সকালে এক অবস্থান কর্মসূচিতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রকাশিত সংবাদ তুলে ধরে তিনি এ আহ্বান জানান। 

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি এই অবস্থান কর্মসূচি হয়।

জয়নুল আবদিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট এখনো আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত। যারা আলু সিন্ডিকেট করেছে, যারা পেঁয়াজ সিন্ডিকেট করেছে, যারা চিনি সিন্ডিকেট করেছে যারা রোজার দিনে আমাদেরকে চিনি খেতে দেয়নি তারা আবার কিন্তু সজাগ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। যত দেরি হবে তারাই আবার মেরুদন্ড সোজা করে দাঁড়াবে। এদেরকে আইনের আওতায় এনে ওদের মেরুদন্ড ভেঙে দিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ দুই মাসেও প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ।

ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় এই অবস্থান কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. নেছারুল হক, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিমসহ সেনবাগের নেতারা বক্তব্য রাখেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম