Logo
Logo
×

রাজনীতি

শিক্ষা ব্যবস্থা নিয়ে ছলচাতুরি বরদাশত করা হবে না: মামুনুল হক

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম

শিক্ষা ব্যবস্থা নিয়ে ছলচাতুরি বরদাশত করা হবে না: মামুনুল হক

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ছলচাতুরি বরদাশত করা হবে না। হেফাজত অনেক বিষয়ে ছাড় দিতে পারে কিন্তু আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ করার চেষ্টা করা হলে তাদের চেয়ে কঠোর আর কেউ হবে না। এ দেশে ইসলামবিরোধী কোনো নাস্তিক্যবাদী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

মঙ্গলবার বিকালে যশোর ঈদগাহ মাঠে সংগঠনটির শানে রেসালাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি আরও বলেন, আমরা ক্ষমতার জন্য রাজপথে নামি না। ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারার দিকে আমাদের দৃষ্টি নাই। আমরা মানুষের জন্য সংগ্রাম করি, আমরা ইমানের জন্য সংগ্রাম করি। প্রয়োজনে ইমানের জন্য আমরা যুদ্ধ করব।

হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় আমির মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম