আওয়ামী ফ্যাসিস্টের অনিয়ম এখনো বহন করছে সরকার: মঞ্জু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম
আওয়ামী ফ্যাসিস্ট শাসনের অনিয়ম বিশৃঙ্খলা এবং উচ্চ দ্রব্যমূল্য অন্তর্বর্তী
সরকার এখনো বহন করে চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সদস্য সচিব
মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং বাড়াতে হবে। অনতিবিলম্বে
মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে
হবে।
শুক্রবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যুব পার্টির
প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, হাইকোর্টের কয়েকজন বিচারপতির সুযোগ সুবিধা
অক্ষুণ্ন রেখে ক্ষমতা রহিত করার যে নির্দেশনা দেওয়া হয়েছে এতে বিচার কার্যক্রমের দীর্ঘসূত্রিতা
আরও বাড়বে। এভাবে আদালত ঘেরাও করে আন্দোলনের পরে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ
বিচার না হলে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। দল মত নির্বিশেষে যুব
সমাজের নিকট রাষ্ট্র বিনির্মাণের আহ্বান তুলে ধরার জন্য যুব পার্টির নেতাকর্মীদের নির্দেশনা
প্রদান করেন।
যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব
হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল
(অব.) হেলাল উদ্দিন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,
ব্যারিস্টার যুবায়ের আহমদ ভূঁইয়া, সিনিয়র সহকারী সদস্য সচিব আমিনুল ইসলাম এফসিএ, এবিএম
খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার
সানী আব্দুল হক, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।