Logo
Logo
×

রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায় নাই। রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য, একটা নাগরিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়ে দলমত নির্বিশেষে তাদের ক্ষমতায় বসিয়েছে। কাজেই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।

বুধবার জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে জামালপুর জেলা স্কুল মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভিপি নুরুল হক নুর বলেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা আছে, মতের পার্থক্য আছে। তবে বাংলাদেশের পক্ষে আমরা সবাই আপসহীন। কাজেই বিএনপি, জামায়াতসহ সব বিরোধী দল সবাইকে বলব- আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সবাই একত্রিত থাকুন, সবাই রাজপথে নামুন।

তিনি বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য গণহত্যা যারাই চালিয়েছে; প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তি সবার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনসহ সরকারের উদ্দেশে বলতে চাই, আপনাদের জনসমর্থনের ভিত্তি হচ্ছে বিরোধী রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদ। কাজেই আপনারা এই রাজনৈতিক দলগুলোর মতামত এবং পরামর্শের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করেন তবে জনগণ আপনাদের সঙ্গে থাকবে।  

গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ২০১৮ সালের কোঠা সংস্কার আন্দোলনের আহবায়ক হাসান আল-মামুন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম