‘শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু অভ্যুত্থানের চেতনার পরিপন্থি’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার (১৪ অক্টোবর) নাগরিক ঐক্যের কার্যালয়ে মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বৈঠকে নেতারা এ মন্তব্য করেন।
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, গণহত্যার নির্দেশদাতা, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারা পৃথিবীর মানুষের গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত করেছে। নেতারা অভিযোগ করে বলেন, ভারত শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত থাকেনি। সম্প্রতি তারা শেখ হাসিনার নামে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে, যা ব্যবহার করে তিনি পৃথিবীর যেকোনো দেশে ভিসা আবেদন ও ভ্রমণ করতে পারবেন। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। নেতারা শেখ হাসিনাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত উল্লেখ করে বলেন, শতাধিক হত্যা মামলার আসামিকে এই বিশেষ সুবিধা প্রদান জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা পরিপন্থি। নেতারা শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর পরও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেশের জনগণের আকাঙ্ক্ষায় আঘাত করেছে বলেও মন্তব্য করেন।
গণতন্ত্র মঞ্চের নেতারা প্রশ্ন রেখে বলেন, সরকারকে অবিলম্বে গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় এবং ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর ব্যাপারে ভারতের কাছে আনুষ্ঠানিক জবাব চাইতে হবে। একই সঙ্গে তারা শেখ হাসিনাসহ ভারত ও বিভিন্ন দেশে পালিয়ে থাকা স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপি ও দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।
বুধবার বেলা ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে সংবাদ সম্মেলন করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া প্রমুখ।