Logo
Logo
×

রাজনীতি

এবার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে যা বললেন সোহেল তাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম

এবার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে যা বললেন সোহেল তাজ

গত ৫ আগস্ট বিপ্লবী জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাসের মাথায় আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা উঠছে। জুলাই-আগস্ট আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা, তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও।

রোববার এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন- এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ।

সোহেল তাজ আরও লেখেন, কয়েকদিন পর যদি শোনা যায় যে, আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়, তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না।

এ সময় তিনি সবাইকে ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস-এর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবার নিশ্চয়ই মনে আছে প্রিন্স চার্লস-এর কথা, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য!

পোস্টে তিনি প্রত্যেকের বক্তব্যের রেফারেন্সও তুলে ধরেছেন। 

রোববার ভোররাতের দিকে করা সোহেল তাজের এই পোস্টটি রীতিমত ভাইরাল হয়েছে। এ পর্যন্ত দুই হাজার বার শেয়ার হয়েছে। এছাড়া ৫০ হাজার রিঅ্যাক্ট এবং ১৮ হাজার কমেন্ট পড়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম