Logo
Logo
×

রাজনীতি

ধর্ম যার যার অধিকার সবার: মাসুদ সাঈদী

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১১:১৩ পিএম

ধর্ম যার যার অধিকার সবার: মাসুদ সাঈদী

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ধর্ম যার যার অধিকার সবার সমান। এ দেশে হিন্দু মুসলমান সবার সমান অধিকার রয়েছে। যারা বলেন- ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ কথায় আমরা বিশ্বাসী না। সব সম্প্রদায়ের মানুষ আমাদের ভাইবোন। তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মতো এ দেশে তাদেরও সমান অধিকার রয়েছে।

বৃহস্পতিবার বিকালে ইন্দুরকানী উপজেলার করারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মতো দিনের ভোট রাতে নিত।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ভেবেছিল জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে; কিন্তু তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। যে আওয়ামী লীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নাই। কিন্তু আওয়ামী লীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের ওপর হামলা, মিথ্যা মামলা করেছেন তাদের কোনো ক্ষমা নাই।

চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আ. হাই প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম