গণহত্যা ও গণকবর নিয়ে আশ্চর্য নন কেন: প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ঢাবিতে একজনকে পিটিয়ে হত্যা করার পর আশ্চর্য হচ্ছেন ২০১৩ সালে হেফাজতের সমাবেশে গণহত্যার সময় কিংবা জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পর গণকবর দিয়েছে সে সময় আপনি বা নাগরিক সমাজ আশ্চর্য হননি কেন।
তিনি আরও বলেন, গত কয়েক দিনে যৌথ বাহিনীর গুলিতে ৩জন মানুষ মারা গেছে সেটা নিয়ে নাগরিক সমাজ আশ্চর্য হইনি কেন? গণমাধ্যম এবং নাগরিক সমাজ আশ্চর্য হয়নি কেন?
শুধু একজন মানুষকে পিটিয়ে হত্যা করায় সবাই আশ্চর্য হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ২০২৩ সালে যখন সারা বাংলাদেশ ব্লাক আউট করে শাহবাগে গণহত্যা চালানো হলো তখন কেউ কথা বলেনি কেন?
তিনি বলেন, জুলাই আগস্টে ১০৪ জনকে হত্যা করে রাজধানীর জুরাইন এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে যখন গণকবর দেওয়া হলো তখন কেউ আশ্চর্য হয়নি।
তিনি সকল শ্রেণি পেশার মানুষের উদ্দেশে ক্ষোভ নিয়ে বলেন, যখন সাভারে ৬ জনকে পুলিশ মেরে গাড়িসহ পুড়িয়ে দিল তখন কেউ কথা না বললেও এখন তারা আশ্চর্য হচ্ছে।