Logo
Logo
×

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা

শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক

আওয়ামী লীগের ‌‘নির্দয় ও কাপুরুষোচিত’ হামলা ও হত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।  

শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, তার স্ত্রী ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বহু নেতাকর্মী গুরুতর আহত হয়ে রাজধানী ঢাকার কয়েকটি হাসপাতালে ও গোপালগঞ্জের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গোপালগঞ্জের নিজ গ্রামে যাওয়ার পথে  চতুর্দিক থেকে হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। অনেক নেতাকর্মীকে ধরেও নিয়ে গেছে, এখনও খোঁজ পাওয়া যায় নি। বহু গাড়ি ভাঙচুর হয়েছে।  

তিনি বলেন, আওয়ামী লীগের নির্দয় ও কাপুরুষোচিত হামলা ও হত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম