আ.লীগের লোকজনও শেখ হাসিনার পতন চেয়েছিল: শিমুল বিশ্বাস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেছেন, আমরা চেয়েছিলাম পদত্যাগ অথচ তিনি ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পলায়ন করেছেন। পুরো দেশটাকে মামলা দিয়ে জেলখানা বানিয়ে ফেলছিলেন শেখ হাসিনা। অসংখ্য মানুষকে গুম ও হত্যা করেছেন। সাত বছরের ছেলেটা আজ ১৭ বছর হয়ে গেছে সে তার বাবাকে খুঁজে পেল না। এমনকি আওয়ামী লীগের লোকজনও তার পতন চেয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে দাদাদের দেশে পালাতে হয়েছে। মানুষ তাদের ঘৃণা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ তারেক রহমান, বিএনপি ও খালেদা জিয়ার পক্ষে। কোথাও কোনো ধরনের নৈরাজ্য আমরা বরদাশত করব না।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
বিভিন্ন কল-কারখানা ভাঙচুর, নৈরাজ্য ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. মিনার উদ্দিন ও গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়সাল আহামেদ সরকারের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির খান।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমিন।