Logo
Logo
×

রাজনীতি

সব নদীর পানি বিপৎসীমার নিচে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১১:৩৫ এএম

সব নদীর পানি বিপৎসীমার নিচে

সব নদীর পানি বিপৎসীমার নিচে

বাংলাদেশের সব নদীর পানি এখন বিপৎসীমার নিচে নেমে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

বুধবার সকালে তিনি বলেন, গতকাল শুধুমাত্র গোমতী নদীর কুমিল্লা পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। কিন্তু এখন সেটিও নেমে এসেছে।

‘উজানে গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হয়নি। আর আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাসও নেই। তাই আপাতত পানি বাড়ার সম্ভাবনা নাই আর,’ বলছিলেন তিনি।

বর্তমানে গঙ্গা, পদ্মা নদীর পানি স্থিতিশীল অবস্থায় আছে। আর বাংলাদেশের যমুনা ও কুশিয়ারা নদীর পানি হ্রাস অব্যাহত আছে। এছাড়া বাংলাদেশের বন্যা কবলিত এলাকাগুলো থেকেও পানি নেমে যাচ্ছে।

সরদার উদয় রায়হান বলেন, আগামী দুই-তিন দিনের মাঝে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গতকাল পানির উচ্চতা ছিল ২০.৫৫ সেন্টিমিটার, এখনো তাই আছে। সাধারণত এই পয়েন্টের পানি যদি ২২.০৫ সেন্টিমিটার অতিক্রম করে তখন সেটিকে বিপজ্জনক বিবেচনা করা হয় বলে জানান রায়হান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম