Logo
Logo
×

রাজনীতি

বন্যার্তদের পাশে গণসংহতি আন্দোলন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৯:৫৯ পিএম

বন্যার্তদের পাশে গণসংহতি আন্দোলন

কুমিল্লার পদুয়ার বাজার ও নোয়াখালীর সোনাপুরে বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছে গণসংহতি আন্দোলন। সোমবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার, বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর, যাত্রাপুর ও ইসলামপুর গ্রামে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

যাত্রাপুর গ্রামে ত্রাণ বিতরণ শেষে বিশ্ব রোডের পাশে আলেখারচরের হারাতলী গ্রামে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, কুমিল্লা জেলা গণসংহতি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাহবুব মজুমদার, ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল আমীন রহমানসহ স্থানীয় নেতারা।

একই সঙ্গে নোয়াখালী জেলার সোনাপুর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের অশ্বদিয়া গার্লস স্কুলের আশ্রয় স্থান ও আশপাশের এলাকায়ও ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, আশুলিয়া থানা আহ্বায়ক এফএম নুরুল ইসলাম, ছাত্র ফেডারেশন ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম