Logo
Logo
×

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আহতদের পাশে জমিয়তে উলামায়ে ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আহতদের পাশে জমিয়তে উলামায়ে ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

বুধবার সংগঠনটির একটি প্রতিনিধিদল আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক্স ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) যান। এ সময় আহতদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

এ সময় তিনি বলেন, আহতদের অবস্থা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। হাসপাতালে হাত, পা, বুকে গুলিবিদ্ধদের কাতর আহাজারিতে চোখের পানি আটকে রাখা কঠিন। চিকিৎসকরা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে এসে রোগীদের খোঁজ-খবর নিয়েছেন, তাদের চিকিৎসার সার্বিক দায়ভার গ্রহণ করার কথা বলেছেন। 
 
আহত পঙ্গুরা নতুন বাংলাদেশ সৃষ্টির নায়ক। তাদের চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু আহতদের সহায়তা করার চেষ্টা করেছি।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, সহ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম