Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে জয়পুরহাটে হত্যা মামলা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:০১ পিএম

শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে জয়পুরহাটে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জয়পুরহাটে গুলিতে অটোরিকশাচালক মেহেদী হাসান (২৬) নিহতের ঘটনায় জয়পুরহাটের একটি আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক হুইপ ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জয়পুরহাটে এটি দ্বিতীয় হত্যা মামলা।

মঙ্গলবার দুপুরে নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের আদালতে এ মামলাটি করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আইনজীবী আব্দুল মোমিন ফকির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির দিন রাত ৮টার দিকে জয়পুরহাট থানার সামনের পাকা সড়কে গুলিবিদ্ধ হয়ে মেহেদী হাসান গুরুতর জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার ১৪ দিন পর মঙ্গলবার নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে আদালতে এ হত্যা মামলা দায়ের করেন।

নিহত অটোরিকশাচালক মেহেদী হাসান জয়পুরহাট শহরের পৌর এলাকার নতুনহাট-শেখপাড়া মহল্লার মৃত আলতাফ হোসেনের ছেলে ছিলেন। 

উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জেলার পাঁচবিবির কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল গুলিতে নিহত হন। এ ঘটনায় গত ১৮ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে জয়পুরহাটের একই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম