২১ আগস্ট যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
এতদিন ২১ আগস্টকে গ্রেনেড হামলা দিবস হিসেবে পালন করে এসেছে আওয়ামী লীগ। তবে এবার ২১ আগস্ট ঘিরে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল ২১আগষ্ট ২০২৪ বুধবার যুবদল সব জেলা/ মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।
এর আগে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল জাতীয়তাবাদী দল।