Logo
Logo
×

রাজনীতি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিন্দুদের ওপর সহিংসতা বন্ধের দাবি জাসদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১০:৪১ পিএম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিন্দুদের ওপর সহিংসতা বন্ধের দাবি জাসদের

রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সম্প্রতিক দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর শারীরিক আক্রমণ, ধর্মস্থান-ঘরবাড়ি-ব্যবসাস্থানে হামলা ও দখল এবং প্রকাশ্য-গোপণ অব্যাহত চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নেতারা এসব ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, যে কোনো রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী ও লুটপাটকারী-দখলদার-চাঁদাবাজরা সর্বপ্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর নিজেদের হীন রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ে। তারা এ ধরনের আচরণ চিরতরে বন্ধের জন্য এখনই কার্যকর ব্যবস্থা শুরুর জন্য সরকার-প্রশাসন-রাজনৈতিক দল-মতের প্রতি আহ্বান জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম