‘ছাত্রদের অভ্যুত্থানকে ব্যর্থ করার অপতৎপরতা চলছে’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:১৮ পিএম
ছাত্রজনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার বহুমুখী অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার তৎপরতা প্রতিরোধ করতে হবে। শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে দুর্বৃত্তরা যে নৈরাজ্য, লুটপাট ও দখলদারিত্ব শুরু করেছে অবিলম্বে তা রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী প্রমূখ।
সভার শুরুতে ছাত্রজনতার অভ্যুত্থানের হাজারো শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান নেতারা।