বিএনপির জাতীয় ঐক্যে জামায়াতসহ আরো ৬ দলের সমর্থন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম
বিএনপির ডাকা ‘জাতীয় ঐক্যে’র আহ্বানকে সমর্থন ও সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরও ৬টি রাজনৈতিক দল। অন্যদলগুলো হচ্ছে- বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টি-বিডিপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, নূরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ ও কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানায় দলগুলো। সরকার পতনের একদফা দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার লক্ষ্যে শুক্রবার ‘জাতীয় ঐক্যে’র আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরদিন কর্নেল (অব.) ড. অলি আহমেদ’র লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, ১২ দলীয় জোটে ১২টি জাতীয়তাবাদী সমমনা জোটে থাকা ১১টি রাজনৈতিক দল সমর্থন জানায়। এছাড়াও সমর্থন জানিয়েছে ববি হাজ্জাজের এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য ও তৃণমূল জাতীয় পার্টি।
মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তান হারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশসহ বিশ্ববাসী জানে যে, সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইন-শৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব ‘জাতীয় ঐক্যের’ যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ‘জাতীয় ঐক্যে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি।’