Logo
Logo
×

রাজনীতি

শান্তিপূর্ণ সমাধানের আহ্বান চরমোনাই পিরের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম

শান্তিপূর্ণ সমাধানের আহ্বান চরমোনাই পিরের

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পির বলেছেন, স্থাপনা ধ্বংসের চেয়ে মানুষের জীবনের দাম হাজার গুণ বেশি মূল্যবান। গ্রেফতার ও নির্যাতনের পথ পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে ছাত্রসমাজের দাবি মেনে নিয়ে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

চরমোনাই পির বলেন, আপিল বিভাগের রায়ের পর সংসদে উত্থাপন না করে কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছুই নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যান্য দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম