Logo
Logo
×

রাজনীতি

সবকিছুর জবাব নিয়ে ছাড়ব: ছাত্রলীগ সভাপতি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:৩৬ পিএম

সবকিছুর জবাব নিয়ে ছাড়ব: ছাত্রলীগ সভাপতি

ছবি : সংগৃহীত

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, সবকিছু মনে রাখা হবে, সবকিছুর জবাব নিয়ে ছাড়ব। আন্দোলন যাবে আন্দোলন আসবে, ছাত্রলীগ আছে, থাকবে। যে কোনো যৌক্তিক দাবি আমরা সমর্থন করি। সবার অধিকারের জন্য এই ছাত্রলীগ যুগে যুগে জীবন দিয়েছে। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, যারা কোটা আন্দোলন করেছে, তারা বলেছে যদি ১৮ সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয় তবে তারা সরে আসবে। প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তারা কি সরে এসেছে? যখন প্রজ্ঞাপন পুনর্বহাল হলো, তখন তারা কমিশন কমিশন নাটক শুরু হলো। তারা জরুরি ভিত্তিতে হাস্যকর সংসদ বসাতে বলে।

প্রশ্ন রেখে তিনি বলেন, তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে জানেন না? আইন বিভাগ, বিচার বিভাগ সম্পর্কে অবগত নয়? তারা আজ কোটা আন্দোলনের নামে অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি করল। এই রাজাকারের প্রেতাÍারা আজ কোথায় নিয়ে গেছে এই আন্দোলন। তবুও ছাত্রলীগ বরাবরের মতো দায়িত্বশীল আচরণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সুরে সুর মিলিয়ে যৌক্তিক সংস্কার চেয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল। এ সময় তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান।

সাদ্দাম বলেন, ‘কোন প্রক্রিয়ায় সোমবারের ঘটনার সূত্রপাত হয়েছে জানতে হবে। যারা আক্রান্ত হয়েছে, উলটো তাদের হামলাকারী বানানো হয়েছে। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

তিনি আরও বলেন, ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন হলে নেতাকর্মীরা অবস্থান করেছিলেন। কিন্তু যেখানে যাকে যেভাবে পেয়েছে, আক্রমণ চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে। এরপরও ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে চেয়েছিল।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই। এখন যারা রয়েছেন, তারা রাজাকারদের প্রেতাÍা। এরা কোটা সমস্যার সমাধান চায় না। শিক্ষার্থীদের বিভ্রান্তি করে রাজাকারের রাজনীতি পুনর্বাসন করতে চায়।’
তাই আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাদ্দাম।

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম