Logo
Logo
×

রাজনীতি

ক্ষমতায় রাখার প্রতিদান ভারতকে রেল ট্রানজিট: চরমোনাই পির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৯:৪২ পিএম

ক্ষমতায় রাখার প্রতিদান ভারতকে রেল ট্রানজিট: চরমোনাই পির

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতায় টিকিয়ে রাখার প্রতিদান হিসেবে সরকার ভারতকে রেল ট্রানজিট দিয়েছে। কিন্তু বিনিময়ে বাংলাদেশ কোনো কিছু আদায় করতে পারেনি বরং বিনা শর্তে এমনকি প্রায় বিনা মাশুলে ট্রানজিট দিয়েছে।ট্রানজিট প্রদান আমাদের ভাবিয়ে তোলে। নিজেদের সার্বভৌমত্বের ওপরে থাকা অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বুধবার ইসলামী আন্দোলন আয়োজিত জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপে সূচনা বক্তব্য তিনি এ কথা বলেন। এতে বিএনপিসহ প্রায় সব বিরোধী রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন। 

চরমোনাই পির বলেন, সংকটের মূলে ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ডামি সরকার এবং সরকারকে সহযোগিতাকারী ভারত। সব দেশপ্রেমিক ঈমানদার জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুললে সরকার টিকে থাকতে পারবে না।

ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউর রহমান গাজীর সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণ-অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, গণফোরামের (একাংশ) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণ-অধিকার পরিষদের আরেক অংশের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নকিব নসরুল্লাহ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি আব্দুল কাইয়ূম, ওলামা মাশায়েখ পরিষদের আহ্বায়ক মাওলানা ড. খলিলুর রহমান মাদানী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম