দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছে: ১২ দলীয় জোট
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে বাংলাদেশকে প্রকারান্তরে ভারতের করদ রাজ্য পরিণত করেছেন তিনি।
রোববার এক বিবৃতিতে এ কথা বলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
নেতারা বলেন, ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের জনগণের সব অধিকার হরণ করে, গণতন্ত্রকে হত্যা করে টানা চতুর্থবারের মতো অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা ভারত সফরে দেশবিরোধী চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন।
জোট নেতারা আরও বলেন, শুধু ভারত নয়, আশপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। মিয়ানমার থেকে গুলি আসে জবাবটা পর্যন্ত তারা দিতে পারে না। এই একটা অথর্ব নতজানু শাসকগোষ্ঠী আমাদের উপর চেপে বসে আছে।
অঝোরে কাঁদলেন মির্জা ফখরুল (ভিডিও)
নেতারা বলেন, বাংলাদেশের বুকের ভেতর দিয়ে ভারতের রেলপথ এবং বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাপনায় ভারতের সরাসরি টেকনিক্যাল অংশগ্রহণের সুযোগ প্রদান করে কৌশলগত সব দিক ভারতের হাতে তুলে দেওয়ার মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন প্রধানমন্ত্রী।
১২ দলীয় জোট নেতারা অবিলম্বে দেশবাসীকে এ অবৈধ সমঝোতা চুক্তি ও ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।