Logo
Logo
×

রাজনীতি

সরকারের উদ্দেশে আমির খসরু

দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১০:২২ পিএম

দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না

ক্ষমতাসীন সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে দেশে ঘুরে চুক্তি করে কোনো লাভ হবে না। আগে দেশের মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মৌলিক সমস্যা সমাধান করতে হবে। 

শুক্রবার বিকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে এদিন তিনি স্ত্রীসহ দেশে ফিরেছেন। গত ২৬ এপ্রিল স্ত্রী তাহেরা আলমসহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমির খসরু।

এসময় বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশের সব খাতগুলো ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

সম্প্রতি বিএনপিতে বড় রদবদল নিয়ে আমির খসরু বলেন, এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দল ও দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত আছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম