Logo
Logo
×

রাজনীতি

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর: সাইফুল হক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর: সাইফুল হক

টেকনাফের সেন্টমার্টিন উপকূলে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি ও জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। বাংলাদেশীদের ট্রলার লক্ষ্য করেও ইতোমধ্যে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। মিয়ানমারের ধারাবাহিক উসকানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর।’ 

সাইফুল হক বলেন, টেকনাফ, সেন্ট মার্টিনসহ সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনী ধারাবাহিক উসকানি সৃষ্টি করে আসছে। তাদের এসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতংক তৈরি হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, অবিলম্বে মিয়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েনসহ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহŸান জানান সাইফুল হক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম