Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু: জি এম কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১১:০৫ পিএম

বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু: জি এম কাদের

ফাইল ছবি

বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারতে টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

রোববার এক অভিনন্দন বার্তায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। 

অভিনন্দনবার্তায় বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে ভারত বিশ্ব রাজনীতিতে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়েছে। 

অভিনন্দনবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক আগামীতে আরও জোড়ালো হবে বলে আশা করছি।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম