Logo
Logo
×

রাজনীতি

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইব্রাহিম রাইসি অসামান্য অবদান রেখেছেন: জিএম কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৬:১০ পিএম

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইব্রাহিম রাইসি অসামান্য অবদান রেখেছেন: জিএম কাদের

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

সোমবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনির প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

শোকবার্তায় জিএম কাদের বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ প্রয়াত শীর্ষ নেতাদের মৃত্যুতে শোক এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ইরান সরকার ও সেদেশের জনসাধারণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যু সংবাদে আমরা স্তম্ভিত ও শোকাভিভূত। এমন হৃদয়বিদারক সংবাদ মেনে নেওয়া সহজ নয়। রাইসি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। রাইসি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। কর্মের মাঝেই অমর হয়ে থাকবেন রাইসি। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় ইব্রাহিম রাইসি অক্ষয় হয়ে থাকবেন। রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহসাই পূরণ হবার নয়। 

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, ইরান সরকার ও সেদেশের জনগণ অবশ্যই এ শোক কাটিয়ে ইরানকে আরও এগিয়ে নেবেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম