Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০১:৪০ এএম

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মিলাদ, গরিব-অসহায় এবং পথচারী-এতিমদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠার পথ সুগম হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : 

গোমস্তাপুরে শিশু কিশোর সংগঠন ‘আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি’-এর উদ্যোগে সভা হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান আশিক। বক্তব্য দেন সংসদ-সদস্য জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু।

দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভা হয়েছে। তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য মো. আবুল কালাম আজাদ। বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান।

আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সভা হয়েছে। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইলিয়াস তালুকদার, বিপুল দাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়।

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোনায়েম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেন রাজু।

টাঙ্গাইলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ-সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল রহমান চঞ্চল।

ভোলায় জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দলের সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম।

তিতাসে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মহসিন ভূইয়া। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সী মজিবুর রহমান, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান প্রমুখ।

মহাদেবপুরে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অনুকূল চন্দ্র সাহা বুদু।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য এসএম কামাল হোসেন। বক্তৃতা করেন কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ ও সাধারণ সম্পাদক একেএম নিবিড় রেজা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম