Logo
Logo
×

রাজনীতি

সংসদে বিরোধীদলীয় উপনেতা

দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে নতুন ব্যাংক করার পরামর্শ

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১০:৫৭ পিএম

দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে নতুন ব্যাংক করার পরামর্শ

দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত না করে এ ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংক করা যায় কিনা, তা ভেবে দেখতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। 

একই সঙ্গে ব্যাংকগুলোর খারাপ অবস্থার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। 

আনিসুল ইসলাম মাহমুদ এ সময় প্রশ্ন রাখেন, এর (কয়েকটি ব্যাংকের খারাপ অবস্থা) দায়দায়িত্ব কে নেবে? যারা ব্যাংকগুলোর এ অবস্থার (খারাপ) জন্য দায়ী, তাদের কী হবে, সে সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কিছু বলেনি। যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা না হলে আবার আগের অবস্থা ফিরে আসবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আইএমএফ’র শর্ত পূরণের জন্য কিছু ব্যাংককে একীভূত করার জন্য চিহ্নিত করেছে। ১০টি ব্যাংক, এসব ব্যাংকের দায় হচ্ছে ৮৪ হাজার কোটি টাকা। যার মধ্যে ৫৪ হাজার কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ। ১০ বছর ধরে এই ব্যাংকগুলোর নাম আসছে, এই ব্যাংকগুলো ঠিকভাবে কাজ করছে না। যেমন বেসিক ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক বড় কোনো পদক্ষেপ নেয়নি। আইএমএফ যখন বলেছে, তখন পদক্ষেপ নেওয়া হচ্ছে। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম