'গুম' হওয়া পরিবারগুলোর শোক বিএনপির মূল শক্তি: ইশরাক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম
ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন
সরকার কালো আইন তৈরি করে বিরোধী দলের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার রাজধানীর গোপীবাগে প্রয়াত অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে গুম হওয়া বিএনপি নেতাদের পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
এ সময় ইশরাক আরও বলেন, গুম হওয়া পরিবারগুলোর শোক বিএনপির মূল শক্তি। শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে রাজধানীতে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিবারগুলোর মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় গুম হওয়া স্বজনদের ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করা সংগঠন মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব সরকার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু সাঈদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি এস কে হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অন্যতম যুগ্ন আহবায়ক আব্দুর রহিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।