দেশের ৯৫ ভাগ মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে: নজরুল ইসলাম
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০১:৩৬ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের ৯৫ ভাগ মানুষ খালেদা জিয়াকে ভালবাসে। অথচ তাকে বিনা দোষে বন্দি করে রাখা হয়েছে। মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না।
সোমবার ঈশ্বরদীতে পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন শহীদ জিয়া। সেই ধারাবাহিকতায় ইতিবাচক পরিবর্তন করেছেন বেগম খালেদা জিয়া, এখন গণতন্ত্রের লড়াইয়ে দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বর্তমান সরকার ফ্যাসিবাদি কায়দায় দমন পীড়ন করছে। এই ঈশ্বরদীর ৪৭ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন আর ফাঁসির শাস্তি দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। তাদের আত্মীয়স্বজন কষ্টে দিনযাপন করছেন।
চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুল চন্দনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের অঙ্গীকার করে বর্তমান সরকার গোলামী করছে। আওয়ামী লীগের হাত চাকু আর তারেক রহমানের হাতে মানবতার পতাকা। আওয়ামী লীগ ঈশ্বরদীর ৪৭ জন নেতাকে বিনা দোষে সাজা দিয়ে জেলে রেখেছে। ইতিমধ্যে জেলখানায় বিনা চিকিৎসায় আবুল কালাম ও আব্দুর রহিম টেনু মারা গেছেন।
তিনি বলেন, সরকার উন্নয়নের নামে লুটপাট করে। সারাদেশে নৈরাজ্য আর মানুষের মধ্যে হতাশা। জনগণের আন্দোলনে এরা টিকতে পারবে না।
এছাড়া সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আরও বক্তব্য রাখেন সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম।