Logo
Logo
×

রাজনীতি

অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাইলেন মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম

অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাইলেন মির্জা ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারসহ ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপূরণ প্রদানের জন্য জোর আহ্বান জানাচ্ছি। 

সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুন: বিএনপি এতো জনপ্রিয় হয়েও কেন সরকারকে সরাতে পারছে না, ব্যাখ্যা দিলেন ড. আসিফ নজরুল

‘সম্প্রতি রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন, গাজীপুরে গতকাল পর্যন্ত ১৬ জন এবং চট্টগ্রামে ২ জনের মর্মান্তিক মৃত্যুসহ প্রতিনিয়ত দেশের বিভিন্ন এলাকায় বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ৭ই জানুয়ারির ‘ডামি’ নির্বাচনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই অগ্নিকাণ্ড ঘটছে। এসব ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানিসহ বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। 

জনগণ কতৃর্ক ‘ডামি’ নির্বাচন প্রত্যাখান, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দেশের অর্থনৈতিক মহাসংকট ও পবিত্র মাহে রমজানেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে না পারাসহ একের পর এক সরকারের ব্যর্থতা আড়াল করতেই এ ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে কি না তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। 

বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এধরণের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে যা কোনক্রমেই কাম্য হতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম