Logo
Logo
×

রাজনীতি

আগামীর শিক্ষাব্যবস্থা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট: সুজিত রায় নন্দী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম

আগামীর শিক্ষাব্যবস্থা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট: সুজিত রায় নন্দী

ছবি: যুগান্তর

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট। আওয়ামী লীগ সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন। 

ঢাকা ইউনির্ভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ) আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: সাকিব আ.লীগের আগে কেন বিএনএমে গিয়েছিলেন, জানা গেল উত্তর

সুজিত রায় নন্দী বলেন, উন্নত-সমৃদ্ধ হাইমচর গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাইমচরের সব শিক্ষার্থীর উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল কাদির, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারী, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাসেল সরকার প্রমুখ। 

ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেট অ্যাসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) সভাপতি তৌহিদুজ্জামান তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও জায়েদ হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেট অ্যাসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল শ্রাবণ, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সাবেক সভাপতি আবু রায়হান প্রমুখ।

এদিন সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম