বর্তমান আ.লীগ মাওলানা ভাসানী বঙ্গবন্ধুর নয়: কাদের সিদ্দিকী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০২:১০ পিএম
ফাইল ছবি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। পরাজিত হয়েছি। আমি একজন পরাজিত সৈনিক; যার কাছে আমি পরাজিত হয়েছি এখনো তার নাক টিপলে দুধ বের হবে।
যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গ টেনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
আরও পড়ুন: আমাদের নেতার সমান হতে কাদের সিদ্দিকীর ২০০ বছর লাগবে: ফারুক
তিনি বলেন, আমার ধারণা ছিল, নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে। এত অনুরোধ করলাম তারপরও আমার দলের অর্ধেক লোক ভোট দিতে যাননি।
কাদের সিদ্দিকী বলেন, আমি শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চাই না, তবে শেখ হাসিনাকে গদিতে বসাতেও চাই না। তবে এটা সত্য যে, এই আওয়ামী লীগ মওলানা ভাসানীর আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবেরও নয়, এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। সেজন্য এ দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে একত্র হয়ে সবাইকে সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন এই বীরউত্তম।