Logo
Logo
×

রাজনীতি

এক বছর পর কারামুক্ত হলেন যুবদল নেতা গোলাম মাওলা শাহীন

Icon

যুগান্তর প্রতিবেদন 

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৪ পিএম

এক বছর পর কারামুক্ত হলেন যুবদল নেতা গোলাম মাওলা শাহীন

এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন।  সোমবার রাত ১০টার পরে কেরানীগঞ্জ   কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি যুবদলের এক নেতার বাবার জানাজা শেষে ফেরার পথে শ্যামপুর থানা পুলিশ শাহীনকে আটক করে। এরপর একাধিক মামলায় তার কারাবাস দীর্ঘায়িত করা হয় বলে অভিযোগ শাহীনের। 

তিনি জানান, এক মামলায় জামিন হলে আরেক অজ্ঞাত মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করে কারাগারে রাখা হয় তাকে। এভাবে গত এক বছরে ১৩টির বেশি মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম