Logo
Logo
×

রাজনীতি

স্বার্থান্বেষী মহল রওশন এরশাদকে ব্যবহার করছে: চুন্নু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম

স্বার্থান্বেষী মহল রওশন এরশাদকে ব্যবহার করছে: চুন্নু

স্বার্থান্বেষী একটি মহল নিজেদের স্বার্থে বেগম রওশন এরশাদকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

তিনি বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা নেই। যদিও তিনি সম্মানীয়। স্বার্থান্বেষী মহল তাকে ব্যবহার করছে। ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা করছে।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মো. মুজিবুল হক চুন্নু। দলের নাম ভাঙিয়ে কমিটি করা হচ্ছে অভিযোগ করে এ সময় তিনি আরও বলেন, দলের নামে যারা কমিটি করছে তারা দলের কেউ না। যারা পদ রাখেন না তারাও কথা বলছেন। এটা ঠিক না।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, বহিষ্কার যাদের করা হয়েছে তাদের নিয়ে বসা হবে না। রওশন এরশাদ তাদের নিয়ে বসলে বসুক। ক্ষমা চাইলেও তাদের নিয়ে আলোচনা করা হবে না। কাকরাইল কার্যালয়ে কোনো টোকাই আসার চেষ্টা করলে নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। কেউ জোর করে কিছু করতে পারবে না। 

জাতীয় পার্টি এখন আর গৃহপালিত নয় মন্তব্য করে তিনি বলেন, জাতীয় সংসদে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকারের সিদ্ধান্ত যথার্থ। জিএম কাদেরের নেতৃত্বে আগামী দিনে বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ভূমিকা রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম