Logo
Logo
×

রাজনীতি

বিএনপি থেকে আ.লীগে যাওয়া শাহজাহান ওমর ৯৫৪৭৮ ভোট, প্রতিদ্বন্দ্বী ১৪২৫

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম

বিএনপি থেকে আ.লীগে যাওয়া শাহজাহান ওমর ৯৫৪৭৮ ভোট, প্রতিদ্বন্দ্বী ১৪২৫

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর ভূমিধ্বস জয় পেয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

শাহজাহান ওমরকে ভাগ্যবানই বলা চলে। তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর একজন বর্তমান এমপি বজলুল হক হারুনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। অপরজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ান। 

অনেকটা প্রতিদ্বন্দ্বী বিহীন নির্বাচনে প্রত্যাশিত ফলই করেছেন প্রবীণ শাহজাহান ওমর।

রোববার আসনটির ৯০টি কেন্দ্রে মোট এক লাখ ১৩ হাজার ১৫টি ভোট পড়েছিল। এর মধ্যে ৯৯ হাজার ৮৯০টি ভোট বৈধ হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে এক হাজার ৪২৫টি ভোট।

এর আগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর জামিনে জেল থেকে ছাড়া পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগে যোগ দেন। ওইদিনই তিনি নৌকার হয়ে মনোনয়ন জমা দেন।

এরপর তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রথমে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করেছিল। পরে ওই আসনে দলের প্রার্থী হিসেবে শাহজাহান ওমরকে মনোনয়ন দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম