Logo
Logo
×

রাজনীতি

৯৪ বছর বয়সি মাকে নিয়ে ভোট দিলেন কৃষিমন্ত্রী 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

৯৪ বছর বয়সি মাকে নিয়ে ভোট দিলেন কৃষিমন্ত্রী 

সারা দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।

রোববার সাকল ১০টায় ৯৪ বছর বয়সি মা রেজিয়া বেগম ও সহধর্মিণী শিরিনা আক্তার বানুসহ পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিয়েছেন কৃষিমন্ত্রী।

ড. আবদুর রাজ্জাক ধনবাড়ী উপজেলায় তার নিজ গ্রাম মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হবে। শীতের সকালে ভোটারদের উপস্থিতিতে আমি সন্তুষ্ট। তারা আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো মধুপুর ও ধনবাড়ীবাসী তথা দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।’

ভোট দেওয়ার পর কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ আসনের মধুপুর-ধনবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম