Logo
Logo
×

রাজনীতি

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৈমূরের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩১ এএম

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৈমূরের

ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী তৈমূর আলম খন্দকার। রোববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে ভোটে এসে দেখি আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অন্যান্য প্রার্থীরা ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করছেন।

তবে জয়ের ব্যাপারে আশাবাদী নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি আসনটির রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দান শেষে বলেন, ভোটার উপস্থিতি ভালো, পরিবেশ সুষ্ঠু।

তবে আওয়ামী লীগের এই প্রার্থী অভিযোগ করেন কেটলি মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেয়া সাবেক তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়ার বিরুদ্ধে। বলেন, এক ভূমিদস্যুর অর্থ ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছে। হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম