Logo
Logo
×

রাজনীতি

যুবদলের তিন নেতাকে বহিষ্কার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

যুবদলের তিন নেতাকে বহিষ্কার

সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্ত্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন- ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস খান ও সহশ্রম বিষয়ক সম্পাদক এনামুল হোসেন।  

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে। 

একই সঙ্গে ওই তিন যুবদল নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম