
প্রিন্ট: ০৪ মার্চ ২০২৫, ০২:৪৪ এএম
ফের ৩ দিনের কর্মসূচি ঘোষণা করল জামায়াত

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম

আরও পড়ুন
ভোট বর্জন ও সরকারের পদত্যাগের দাবিতে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
বিবৃতিতে এটিএম মা’ছুম বলেন, ভোট বর্জন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ে প্রদত্ত সাজা বাতিলসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতের পক্ষ থেকে সারা দেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।