Logo
Logo
×

রাজনীতি

কাশিমপুর কারাগারে অসুস্থ শ্রমিক দল নেতার মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ পিএম

কাশিমপুর কারাগারে অসুস্থ শ্রমিক দল নেতার মৃত্যু

মৃত শ্রমিক দল নেতা ফজলুর রহমান

রাজধানীর মুগদা থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান কাজল মারা গেছেন। বিএনপির অভিযোগ মিথ্যা ও গায়েবি মামলায় আটক হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে বিনা বিচারে আটক ছিলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ফজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত ২৬ ডিসেম্বর কাশিমপুর কারাগারে বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান কাজল। পরে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বন্দী শ্রমিক দল নেতার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে এর তীব্র নিন্দা এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের উপযুক্ত বিচার দাবি করেছেন শিমুল বিশ্বাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম