Logo
Logo
×

রাজনীতি

সংসদ ভেঙে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন দিন: গণতন্ত্র মঞ্চ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পিএম

সংসদ ভেঙে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন দিন: গণতন্ত্র মঞ্চ

সংসদ ভেঙে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। 

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘একতরফা ভোট বর্জন করুন’ আহ্বানে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশে একথা বলেন তারা।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-  বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিম। 

সভা পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন পাটোয়ারী। 
আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মুহিদুজ্জামান মুহিত, রাষ্ট্রসংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া প্রমুখ।

সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল শুরু হয়ে পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় পথচারীদের মধ্যে প্রচারপত্র বিলি করেন কেন্দ্রীয় নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম