Logo
Logo
×

রাজনীতি

ফ্রুটিকা খেয়ে কৃষিমন্ত্রী সত্য কথা বলেছেন: ব্যারিস্টার খোকন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ পিএম

ফ্রুটিকা খেয়ে কৃষিমন্ত্রী সত্য কথা বলেছেন: ব্যারিস্টার খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে। এটাকে নির্বাচন বলা যায় না। নির্বাচনের নামে ষড়যন্ত্র বলতে হবে। কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি ভোটে এলে সব নেতাকর্মীকে এক রাতের মধ্যে বের করে দেবে। তার কথাতেই বোঝা যাচ্ছে তারা আদালতও নিয়ন্ত্রণ করছে। ‘ফ্রুটিকা খাওয়া’র কারণে কৃষিমন্ত্রীর মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে! 

বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার খোকন আরও বলেন, ভোট তো হচ্ছে না। কীসের ভোট? কনটেস্টই তো নাই। নির্বাচন মানে তো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। এখানে আওয়ামী লীগেরও নৌকা, স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগের। জাতীয় পার্টিও আওয়ামী লীগ থেকে কনসার্ন নিয়ে বিরোধী দল হতে নির্বাচন করছে। এটা ভাগাভাগির নির্বাচন। এটাকে কি নির্বাচন বলে? এটা নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম