Logo
Logo
×

রাজনীতি

নেতাকর্মীদের ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান সালমা ইসলামের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম

নেতাকর্মীদের ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান সালমা ইসলামের

ফাইল ছবি

দোহার-নবাবগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ভোট চাওয়ার মধ্য দিয়ে দিনের প্রচার শুরু করেছেন ঢাকা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি বলেছেন, ভয়ভীতি পরোয়া না করে নেতাকর্মীদেরকে ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে।

বুধবার নির্বাচনে প্রচারের অংশ হিসেবে নবাবগঞ্জের বর্ধনপাড়ায় তিনি এ কথা বলেন।

এর পর দোহার-নবাবগঞ্জের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় জনসংযোগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করে দিনব্যাপী রোডশো কর্মসূচিতে অংশ নেন সালমা ইসলাম। এদিন গণসংযোগকালে তিনি তার নির্বাচনি এলাকা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাকে কাছে পেয়ে এ সময় শত শত নারী-পুরুষ সাদর অভ্যর্থনা জানান।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এর আগে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন দপ্তর সম্পাদক এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানকে হারিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০০৮ ও ২০১৮ সালে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এ সময় তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে মানুষের অন্তরে জায়গা করে নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম