Logo
Logo
×

রাজনীতি

আ.লীগের এনামুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

আ.লীগের এনামুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল

ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এনামুলের করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. ইকবাল কবির লিটন ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ।

ঋণখেলাপির অভিযোগে গত ১৩ ডিসেম্বর এনামুলের মনোনয়নপত্র বাতিল করে ইসি।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষের মনোনয়ন বাতিলের জন্য ইসির কাছে আবেদন করেন।

এনামুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করবেন তারা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম