জাতীয় পার্টিকে ছাড় দিতে গিয়ে ‘কপাল পুড়ল’ আ.লীগের ছয় এমপির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জানিয়েছেন, আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।
এ ছাড়া শরিকদের ৬টি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। সে হিসাবে সংসদীয় তিনশ আসনের মধ্যে ২৬৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা।
জোটের সমীকরণে আসন ভাগাভাগিতে আওয়ামী লীগের ‘নৌকা’ পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন দলটির অনেক প্রার্থী। ফলে ৩১ আসনে নৌকা পেয়েও শেষ পর্যন্ত কপাল পুড়ল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের।
এবার জাতীয় পার্টিকে আসন ছাড় দেওয়ার কারণে দলের ছয় এমপি বাদ পড়েছেন। এর মধ্যে উপনির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্যও আছেন। যারা চলতি সংসদের কোনও অধিবেশনেই যোগ দিতে পারেননি।
জাতীয় পার্টিকে ছাড়া দেওয়ার কারণে বাদ পড়া এমপিরা হলেন– কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন, ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম ও চট্টগ্রাম৮ নোমান আল মাহমুদ।
এদের মধ্যে আফজাল হোসেন ও শাহজাহান আলম গত নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। কিন্তু তাদের শপথ নেওয়ার আগেই একাদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়ে যায়। ফলে তারা একদিনও যোগ দিতে পারেননি।