নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে: ব্যারিস্টার পার্থ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩০ পিএম
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর আসতে পারে পশ্চিমাদের নিষেধাজ্ঞা,হতে পারে নতুন আরেকটি নির্বাচন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন তরুণ এ রাজনীতিবিদ।
আরও পড়ুন:প্রধানমন্ত্রীর আত্মীয় হয়েও যে কারণে মনোনয়ন পান না নিক্সন চৌধুরী
ব্যারিস্টার পার্থ বলেন, সরকারের মাথায় এটা চিন্তা আছে যে, তারা এ ধরণের বানোয়াট অবস্থায় নির্বাচন করলে বৈশ্বিকভাবে কী কী চাপ আসতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওপর পশ্চিমাদের স্যাংশন, ইমবার্গো আসতে পারে এটা মাথায় আছে এবং এটা নিয়ে চিন্তায় আছে সরকার।
বৈশ্বিক চাপগুলো সরকার নিতে পারবে কিনা, সরকারের হাতে অপশন আছে কিনা এগুলো নিয়ে ভাবছে। যদি না নিতে পারে, তাহলে আবার সংলাপ করে পুনরায় নির্বাচনে যেতে পারে সরকার।
চলমান আন্দোলনে নেতৃত্ব সংকট আছে কিনা?
জবাবে পার্থ বলেন, চলমান আন্দোলনে নেতৃত্ব সংকট নেই। নির্বাচন প্রতিহতের সক্ষমতা রয়েছে বিএনপির। ইচ্ছা করলে বিএনপি এই নির্বাচনে বাধা দিতে পারে। বিএনপি তার স্ট্র্যাজিতে চলছে। তারা প্রতিবাদের জায়গাটা ধরে রেখেছে। তারা যদি সিরিয়াসলি আবার মাঠে নামে, তাহলে আমার বিশ্বাস যে স্বাভাবিকভাবে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে।