Logo
Logo
×

রাজনীতি

যুক্তরাষ্ট্রকে নিয়েও মন্ত্রীরা মিথ্যাচার করছেন: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

যুক্তরাষ্ট্রকে নিয়েও মন্ত্রীরা মিথ্যাচার করছেন: রিজভী

যুক্তরাষ্ট্রকে নিয়েও মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘ম্যানেজ’ হয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যা। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন বক্তব্য প্রত্যাখ্যান করে ‘ডিপ ফেক নিউজ’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। 

রিজভী আরও বলেন, যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং গণহারে বিরোধীদের গ্রেফতার ও নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীদের বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে একটি বড় ধরনের কেলেঙ্কারি। 

তিনি বলেন, দেশ ও আন্তর্জাতিকভাবে সবাই জানেন, হত্যা, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দল নিশ্চিহ্ন করার ধারাবাহিক কর্মকাণ্ড অবৈধ সরকারের সুপ্রতিষ্ঠিত নীতি। অথচ তারা বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে। 

রিজভী বলেন, দেড় মাসের বেশি সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়াপল্টনের ত্রিসীমায় যেতে পারেন না আমাদের নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়েও নজরদারি করছে দলদাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার গভীর রাতে গুলশান কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে পুলিশ। 

সংবাদ সম্মেলনে রিজভী জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে ১২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময়ে ছয়টি মামলায় ৬২৫ জনকে আসামি করা হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম